এসবিএন ডেস্ক: নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির স্টাফ নার্স সাইফুল ইসলামের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৭ ডিসেম্বর সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে হাজির করতে গুলশান থানার সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহম্মদ সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
রাজধানীর গুলশানের অভিজাত ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে সোমবার এক নারী রোগীকে যৌন নিপীড়ন করেন স্টাফ নার্স সাইফুল ইসলাম। এই অভিযোগে সাইফুলকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুলের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়নি। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
গত সোমবার ঘটনাটি ঘটলেও গতকাল বুধবার বিষয়টি জানাজানি হয়। এর আগে গত মঙ্গলবার সাইফুলকে হাসপাতাল কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেন।
সংবাদটি বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের পর আজ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।
সংবাদটি শেয়ার করুন