২৮শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১
কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাদের সাতদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (২৯ অক্টোবর) সাতদিনের রিমান্ড শেষ হলে এদিন দুপুর ২টা ৫৩ মিনিটে অভিযুক্ত ইকবালসহ চারজনের আদালতে নেয় সিআইডি। এ সময় আরও অধিকতর তদন্তের জন্য সিআইডির সদস্যরা সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা শুনানি শেষে আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই আমরা শুক্রবার আদালতের কাছে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। পরে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’
গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুর করা হয়। এ হামলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জেলায়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com