৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬
এসবিএন ডেস্ক: বিশ্ব ইজতেমায় গত দুই দিনে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন : সিলেটের মো. আলাউদ্দিন (৭০), সিলেটের গোলাপগঞ্জের জয়নাল আবেদিন, কুড়িগ্রামের নুরুল ইসলাম, নাটোরের ফরিদ উদ্দিন ও নোয়াখালীর আবুল কালাম আজাদ।
বিশ্ব ইজতেমায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পারভেজ হোসেনের তত্ত্বাবধানে মন্নুগেট ফ্রি ক্যাম্প, বাটাগেট, হুন্ডাগেট, নদীর পাড় ২টি, টঙ্গী সরকারি হাসপাতাল বহির্বিভাগ ও জরুরি বিভাগে ঠাণ্ডাজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট ৫১ হাজার ১৩০ জন মুসল্লি চিকিৎসাসেবা নিয়েছেন।
তিনি জানান, মালেশিয়ার এক মুসল্লি মো. ওয়ায়ের আলী (২১) ঠাণ্ডাজনিত কারণে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন কর্তৃক স্থাপিত ফ্রি ক্যাম্পে গত তিনদিনে লক্ষাধিক মুসল্লি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় তিন হাজার বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে দুই বর্গ কিলোমিটার আয়তনের বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নিয়েছেন।
দুই ভাগে বিভক্ত এবারের ইজতেমার প্রথম পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com