লাবণ্য হক
কেমন অদৃশ্য মায়ার বুনোনে তুলছি দেখ
তোমার আমার ছায়া দেয়াল!
এক পশলা ভালো লাগা
এক পশলা অভিমানের ছুঁয়ে দেয়া নকশিকাঁথা কথার জাল
তুমি আমি মত্ত রোজ স্বপ্নময় কাব্যিক কোন অভিধানে
তোমার সাথে আমার কেমন
অন্তমিলের ছন্দ খোঁজ রোজ টানে
তোমার আমার ভালোলাগার
কথার সাথে কথা খোঁজার মুগ্ধ কোন প্রগাঢ় এক ইন্দ্রজাল।
সংবাদটি শেয়ার করুন