প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৫:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৪, ২:০৮ পূর্বাহ্ণ
ইবিতে নির্ধারিত সময়ের আগেই হল ছাড়তে বাধ্য করার অভিযোগ
আবির হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের নির্ধারিত সময়ের আগেই হল ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বুধবার দুপুর ১২টার মধ্যে হলে অবস্থানকারী ছাত্রীদের হল ছাড়তে বাধ্য করেন তারা। তবে হল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন।
জানা যায়, দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত অনভিপ্রেত পরিস্থিতি পর্যালোচনা করে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করেন ইবি কর্তৃপক্ষ। বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম জরুরী সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বুধবার দুপুর ১টার মধ্যে ছাত্র হলে অবস্থানরত সকল শিক্ষার্থী ও বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রী হলে অবস্থানরত সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়ের আগেই হলের ছাত্রীদের হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা। তারা বলেন, আমরা হলে ছিলাম। দুপুরে হঠাৎ করেই হলের খালা-মামারা এসে আমাদেরকে জোর করে বের করে দিল। তারপর বিভিন্ন রুম সিলগালা করে হলে তালা দেওয়া হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিপন মিয়া বলেন, ‘কাউকে হল ছেড়ে যেতে বাধ্য করা হয়নি। আমরা তাদেরকে পরিস্থিতিটা বুঝিয়েছি৷ তারা নিজেদের নিরাপত্তার স্বার্থেই হল ছেড়ে চলে গেছে। মাত্র দুইজন ছাত্রী হলে রয়েছে। তারাও রাতের ট্রেণে চলে যাবে৷ হল ছাড়তে কাউকে কোনো ধরনের প্রেসার দেওয়া হয়নি।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com