২৮শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৩
ট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাচন চলাকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা নির্মলেন্দু দে সুমনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে ওই কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার প্রভাষক সজল দাশ বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা করেন। অভিযুক্ত নির্মলেন্দু দে সুমন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ৯নং ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ দে’র ছেলে।
মামলার এজাহারে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪নং বুথের ইভিএম পরিবর্তন করে পুনরায় ভোট গ্রহণ কার্যক্রম আরম্ভ করা হয় এবং নষ্ট ইভিএমসহ একটি ব্যালট ইউনিট ৪নং বুথের পেছনে রাখা হয়। ব্যালট ইউনিটটি সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে চুরি হয়ে যায়। এরপর তাৎক্ষণিক সন্ধানে তা উদ্ধার করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মানবজমিনকে বলেন, ইভিএম ইউনিট নিয়ে যাওয়ার ঘটনায় প্রিজাইডিং অফিসার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সুমনকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তবে দিনভর ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। প্রায় সব কেন্দ্র ছিল ফাঁকা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com