এসবিএন নিউজ: সিলেট ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপনকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেটের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার রাতে নগরীর স্টেডিয়াম মার্কেটে সমিতির অফিসে গেলে সাংবাদিক রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক দুই সভাপতি ডা. ছফির উদ্দিন আহমদ ও ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি এডভোকেট মো. মাহবুবুল হক, সাধারণ সম্পাদক মো. তৌফিকুল আলম বাবলু, যুগ্ম-সম্পাদক আলমগীর কবির, ক্রীড়া সম্পাদক মনোয়ার হেসেন রূপক, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, ধর্ম সম্পাদক মো. শামছুল আলম তালুকদার, আজীবন সদস্য সমাজসেবা অফিসার তমির হোসেন, সাংবাদিক আকাশ চৌধুরী, এডভোকেট মো. শহীদুল্লাহ তালুকদার, সহ-অধ্যাপক ইকবাল হোসেন, সহ-প্রধান শিক্ষক আব্দুল হাই, মো. নূরুজ্জামান, এমদাদ খান, মো. শাহজাহান, মৌলানা মো. শফিকুল ইসলাম, হাফিজ মো. রইছ উদ্দিন প্রমুখ।
মাহবুবুর রহমান রিপন জামালপুর জেলার কৃতি সন্তান। তিনি যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ইনডেপেনডেন্ট টিভি, চ্যানেল ওয়ান ও ইংরেজি দৈনিক দি ইনডেপেনডেন্ট-এ কর্মরত ছিলেন।
বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেটের নেতৃবৃন্দ রিপনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে ।
সংবাদটি শেয়ার করুন