১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৮
ধরে নেওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ছেড়ে দেয়া হয়েছে ।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমরানুল হাসান সোমবার রাত সোয়া ১১টার দিকে ইমরানকে ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করেন ।
র্যাব-৩ এর একটি দল বিকাল সাড়ে ৪টার দিকে ধরে নিয়েছিল ইমরানকে।
রাত সাড়ে ১১টার দিকে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক বলেন, ইমরান ভাই ছাড়া পেয়েছেন। তিনি এখন বাসার দিকে যাচ্ছেন।”
মাদকবিরোধী অভিযানে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ প্রতিবাদে শাহবাগে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে উপস্থিত হলে ইমরানকে ধরে নিয়ে গিয়েছিল র্যাব। তখন পেটানো হয় গণজাগরণ মঞ্চের কর্মীদেরও।
তবে ছেড়ে দেওয়ার পর এসব বিষয়ে আর কিছুই বলেননি এই র্যাব কর্মকর্তারা।
আটকের ঘটনার বর্ণনা দিয়ে গণজাগরণ মঞ্চের সংগঠক সঙ্গীতা ইমাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ‘মাদক নির্মূলের নামে ক্রসফায়ারের বিরুদ্ধে’ জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়নের আরেকটি মানববন্ধন চলছিল।
ওই সময় গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মীর সঙ্গে পাবলিক লাইব্রেরির ভেতর দিয়ে জাদুঘরের দিকে আসছিলেন ইমরান। তখন সাদা পোশাকের সাত-আটজন এসে তাকে তুলে নিয়ে যায়।
গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মী এ সময় বাধা দিতে গিয়ে পোশাকধারী র্যাব সদস্যদের পিটুনির শিকার হন।
সঙ্গীতা ইমাম বলেন, “আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রতিবাদ করতে চেয়েছি। কিন্তু তা পারিনি। যেখানে মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ারের মতো বিষয় নিয়ে জাতিসংঘের মতো সংস্থা কথা বলছে, সেটা আমরা রাষ্ট্রের নাগরিক হয়ে পারছি না। তা আমাদের জন্য লজ্জাজনক।”
ইমরানকে ধরে নেওয়া এবং নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনও ডেকেছিল গণজাগরণ মঞ্চ। ছাত্র ইউনিয়নও এক বিবৃতিতে ইমরানের মুক্তির দাবি জানিয়েছিল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com