ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ইমরান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকতো না: সাবেক সেনাপ্রধান

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ
ইমরান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকতো না: সাবেক সেনাপ্রধান
সদরুল আইন:
ইমরান খানের তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই) দলের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে- এতদিনে পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকতো না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।
 বাজওয়ার মতে, ইমরান দেশকে ধবংসের দিকেই নিয়ে যেতেন। পাকিস্তান টুডে তার এক সাক্ষাৎকারের সূত্রে এসব কথা জানায়। খবর ইন্ডিয়া টুডে ও দ্য ডনের।
উল্লেখ্য, বর্তমান ক্ষমতাসীন দল সেনাবাহিনী এবং বিশেষত জেনারেল বাজওয়ার সমর্থনে ক্ষমতায় এসেছে এমন অভিযোগ রয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।
জাভেদ চৌধুরী সাবেক এ জেনারেলের কাছে জানতে চান, ক্ষমতা থেকে অপসারণের পর তিনি ন্যাশনাল এসেম্বলি থেকে ইমরান খানের পদত্যাগ ঠেকিয়েছেন কিনা। উত্তরে বাজওয়া ‘হ্যাঁ’ বলেন।
চৌধুরী লিখেছেন, বাজওয়া ইমরানকে বলেন, ‘আপনি এক ম্যাচ হেরেছেন, এখনও পুরো সিরিজ বাকি, আপনি সেখানে প্রতিযোগিতা করতে পারেন’।
পিটিআই সরকারের পতনের পেছনে তার হাত ছিল কিনা- জানতে চাইলে বাজওয়া তা অস্বীকার করেন, এবং দাবি করেন, যে সামরিক বাহিনীর একমাত্র দোষ– তারা পিটিআই সরকারকে কেন রক্ষা করেনি।
ইমরান খানই সামরিক বাহিনীর হস্তক্ষেপ আশা করছিলেন বলেও অভিযোগ করেন তিনি। যদিও এ দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেননি।
এদিকে জাভেদ চৌধুরীর কলাম প্রকাশের পর সামরিক বাহিনীকে বাজওয়ার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান।
তার মতে, পিটিআই সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে বাজওয়া নিজের ভূমিকা পরোক্ষভাবে স্বীকার করেছেন।
এজন্য তিনি তদন্তের দাবি জানাচ্ছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভয়েস অব আমেরিকা উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘ইস্টাব্লিশমেন্ট (পাকিস্তানে সামরিক বাহিনীর পোশাকি সম্বোধন) এবং পিডিএম এরা সবাই একপক্ষে…তারা আমাদের সরকারকে হটিয়েছে।
 সরকারকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটা একজন সাংবাদিককে বলার মাধ্যমে বাজওয়া তার সম্পৃক্ততা স্বীকার করেছেন’।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031