ইয়াবা মামলায় তিন রোহিঙ্গার কারাদণ্ড 

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

ইয়াবা মামলায় তিন রোহিঙ্গার কারাদণ্ড 

তাফহীমুল আনাম:

এক লক্ষ ৫০ হাজার ইয়াবা পাচারের মামলায় ৩ রোহিঙ্গা মাদক কারবারি কে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন জেলা আদালত।একই সঙ্গে দন্ডিত আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রোববার ১৯ মার্চ এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলো, মিয়ানমারের আকিয়াব জেলার সুধাপাড়া গ্রামের মৃত রহমত আলী’র পুত্র মো. ইউনুস, আবু শামা’র পুত্র নুরুল হক এবং মৃত আবুল কালাম’র পুত্র মো. আনোয়ার। দন্ডিত সকল আসামী পলাতক রয়েছে।
আসামীদের ধৃত করা সাপেক্ষে প্রদত্ত সাজা ভোগ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদের মিয়ানমারে পুশব্যাক করার জন্য বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে রায়ে নির্দেশ দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ, ২০১৭ সালের ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টেকনাফের নাইট্যং পাড়া ফরেস্ট রেস্ট হাউজের কাছে নাফ নদীতে ২ নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টিম এক অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি বোট সহ তিনজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে আটককৃতদের দেখানো মতে বোটটি তল্লাশি করে ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফের ২ নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031