৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৮
গত রবিবার ইরাকে সাধারণ নির্বাচন হয়ে গেল,এই নির্বাচনের ফলাফল চমকে দিয়েছে রাজনৈতিক মহল কে যুদ্ধ বিধস্ত ইরাকে বেশ কয়েক বছর ধরে কমিউনিস্ট পার্টি বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে লাগাতারআন্দোলনে ছিল । আমেরিকার মদদপুষ্ট পুতুল সরকার দেশের জরুরি পরিষেবা গুলি বহুজাতিকদের হাতে তুলে দেয়ায় তার বিরুদ্ধে ইরাকের রাজপথে লালঝান্ডার ক্রমাগত আন্দোলন কমুনিস্ট পার্টির জনপ্রিয়তা কে বহুগুন বাড়িয়ে দেয়।এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৫৪ শতাংশ আসন দখল করতে চলেছে সহযোগী একটি শিয়া মিলিশিয়া গ্রূপের সাথে জোট করে । মুক্তদা আল সদর নামক এই গোষ্ঠী ৩২৪ আসনের মধ্যে ১৬০ টি আসন ছিনিয়ে নিয়েছে বর্তমান শাসক শ্রেণীর হাত থেকে।এই জয়ে উৎফুল্ল কমিউনিস্ট পার্টির কর্মীরা দেশের বিভিন্ন অংশে বিজয় মিছিল শুরু করেছে।রাজনৈতিক মহলের মতে এই জয় নিঃসন্দেহে এক চমকপ্রদ ঘটনা যখন সাম্রাজ্যবাদীরা ইরাক কে এক বিশেষ যোগ্য বন্ধু মনে করছিল তখন কমিউনিস্ট পার্টির এই জয় সেই সম্পর্ককে বেশ বড় ধাক্কা দিয়ে গেল।ইরাকি কমিউনিস্ট পার্টি ভোটার দের সংগ্রামী অভিনন্দন জানিয়ে শ্রেণী সংগ্রাম তীব্র করার ডাক দিয়েছে ইরাক জুড়ে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766