২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৫
এসবিএন ডেস্ক:
ইরাক-সৌদি আরব সীমান্তের ইরাকি ভূখণ্ডে গতকাল শনিবার আত্মঘাতী বোমা হামলায় এক কমান্ডারসহ ছয় সীমান্তরক্ষী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ সীমান্তরক্ষী। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে ইরাকের আনবার প্রদেশের হাফর জাউইয়াহ্ সীমান্ত ঘাঁটির সদর দপ্তরে হামলা চালায়।
সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেল জানান, বোমা হামলাকারী সেনাবাহিনীর পোশাক পরে ছিল এবং সে হামলায় একটি সামরিক যান ব্যবহার করে। ওই সেনা কর্মকর্তা আরো জানান, হামলায় নিহতদের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হুসেইন আল-গোলি রয়েছেন।
আনবার প্রদেশের রুতবা অঞ্চলের স্থানীয় কর্মকর্তা ইমাদ আহমেদ হামলা ও হামলায় হতাহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেনি।
তবে ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) জিহাদিরা একের পর এক আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766