প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০১৬, ৫:৪৭ অপরাহ্ণ
ইলিশ মাছ লুটের অভিযোগে ম্যাজিস্ট্রেট ওএসডি
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট বাজার থেকে ইলিশ লুটের অভিযোগে ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে ওএসডি করে জনপ্রশাসনে বদলি করা হয়েছে।
জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী মঙ্গলবার জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সোহেল রানাকে লক্ষ্মীপুর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনের এডিডি অনুবিভাগে বদলি করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির মঙ্গলবার প্রতিবেদন দেয়ার কথা থাকলেও কমিটির একমাত্র সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা ছুটিতে থাকায় তা জমা দেননি বলে জানান জেলা প্রশাসক।
ম্যাজিস্ট্রেট সোহেল রানার নামে মতিরহাট বাজার কোল্ড স্টোরেজের তালা ভেঙে ২০০ ইলিশ লুটের অভিযোগ ওঠে গত বুধবার রাতে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com