২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬
এসবিএন নিউজ, সুজ্জল আহমদ ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিশিয়ান ইয়ং বয়েজ ক্লাব ওসমানীনগর এর ১ রানের নাটকীয় হার।
৬ষ্ট ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিশিয়ান এর ৭ম ম্যাচে ইয়াং বয়েজ ক্লাব ওসমানীনগর বনাম সানমুন ক্রিকেট একাদশ এর খেলা সকাল ১০টায় অনুষ্টিত হয়।
উক্ত খেলায় ইয়াং বয়েজ ক্লাব টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেয়, ব্যাটিং এ নেমে সানমুন ক্রিকেট ক্লাব ২০ ওভারে ৭ উইকেট এর বিনিময়ে ১৯৮ রান করে।
সানমুন ক্রিকেট ক্লাব প্রতিপক্ষ ইয়াং বয়েজ ক্লাব ব্যাটিং এ নেমে ব্যাটিং বির্পযয় পড়ে দলীয় ২০ রানে ৪টি উইকেট হারায় এরপর সেখান থেকে দলকে বড় পার্টনারশিপ করে দেন ইমন দাস ও রাহুল ইমনের ৪২ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস করেন শেষ ওভারে দলের প্রয়োজন ৬ বলে ৯ রান কিন্ত ৬ বলে ৭ রান করে ইয়াং বয়েজ ক্লাব ১ রানে ম্যাচ হারে তারা।
উক্র খেলায় উপস্থিত ছিলেন সিলেট বাংলা নিউজের ওসমানীনগর প্রতিনিধি সুজ্জল আহমদ, ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের প্রচার সম্পাদক জাকির আহমদ কামিল, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, ইয়াং বয়েজ ক্লাবের যুগ্ন-সম্পাদক নুরুজ্জামানসহ অনেকে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766