২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৬
এসবিএন ডেস্ক: চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে অবস্থিত একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ নুরুজ্জামান সুমন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার এসআই কামরুন্নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের কর্মকর্তারা স্টেশন রোডের হোটেল গেটওয়ের ১০৩ নম্বর কক্ষে অভিযান চালান। এ সময় সেখান থেকে এক হাজার পিস ইয়াবাসহ নুরুজ্জামান সুমনকে আটক করা হয়। রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com