১লা মার্চ ২০২১ ইং | ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯
নাজমুল সুমন
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা চমৎকার এবং অনন্য একটি উদ্যোগ। শিশুদের সৃজনশীল কাজে কখনো শর্তারোপ করতে নেই। শিশুরা তাঁদের তুলিতে দেশ ও দশ সম্পর্কে তাঁদের ভাবনা ফুটিয়ে তুলেছে। তাঁদের এই প্রতিভাকে এইভাবে আরো মুল্যায়ন করা হোক। তিনি আজ ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশন মৌলভীবাজারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মৌলভীবাজারের ১৫ স্কুলের ২০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশন আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ওয়াসিম আহমেদ নিশান এর সভাপতিত্বে ও শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হক সেলিম, শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা এম. মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তপু আহমেদ, ওয়াল্টন প্লাজার এসিঃ জেনারেল ম্যানেজার মনজুরুল ইসলাম. প্রধান বিচারক হিসেব উপস্থিত ছিলেন মৌলভীবাজার শিশু একাডেমীর প্রধান জসিম উদ্দিন মাসুদ, অনুশীলন আর্ট একাডেমীর পরিচালক নাঈম আহমদ দিপু। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, রোটাঃ ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সভাপতি রোটাঃ ইঞ্জিঃ আবুল কাশেম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশনের সদস্য মাহবুবুর রহমান খান অপু, এস এম বশির আহমদ, সাগর কর, জাকির হোসেন সাকিব, শাহ রজব, উজ্জ্বল, শাহ রায়হান, মাহদি হাসান, ফারহান এ বক্কর, শাহরিয়ার সাকিব মাছুম, আফজাল হোসেন নাঈম, আফসানা রিমা, সাদিয়া, লিমা, হেপি প্রমুখ নেতৃবৃন্দ। এদিকে বৃটেন থেকে সংগঠনের অন্যতম উপদেষ্টা ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশন”মৌলভীবাজারের উদ্দ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি ওয়াসিম আহমেদ নিশান সহ অক্লান্ত পরিস্রমকারী সকল সদস্য ও সম্মানিত অতিথিবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।। প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৪টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবার মধ্যে সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলো গ্রাফিক মিডিয়া।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766