ঢাকা ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ঈদ উপলক্ষে্ কামাল আহমেদের মিউজিক ভিডিও ”এক মহাকাল” প্রকাশিত

sumon
প্রকাশিত জুলাই ১০, ২০২২, ০৮:১৯ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে্ কামাল আহমেদের মিউজিক ভিডিও ”এক মহাকাল” প্রকাশিত

ঈদ উল আযহা উপলক্ষে শিল্পী কামাল আহমেদের মিউজিক ভিডিও ”এক মহাকাল” প্রকাশিত হলো।

১০ই জুলাই ২০২২ ঈদ উল আযহার দিন মিউজিক অব বেঙ্গল থেকে এই মিউজিক ভিডিও রিলিজ হয়। মিউজিক অব বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে প্রকাশনা সম্পন্ন করা হয়। এই মিউজিক ভিডিও গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু। মডেল হিসেবে অংশগ্রহণ করেছেন ফারজানা আখতার ছবি ও ফেরদৌস মিলন। সঙ্গীতায়োজন ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন আব্দুল ওয়াজেদ চারু। মিউজিক ভিডিওটির পান্ডুলিপি লিখেছেন মিলন মাহমুদ রবি। চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা তৈয়েব রহমান।

 

 

সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতার ঢাকার পরিচালক পদে কর্মরত রয়েছেন। সরকারী চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে।

 

 

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৩টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। এ্যালবামগুলো হলো :

০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭)০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮)০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯)০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০)০৫. নিঃশব্দ চরনে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১) ০৬. গোধূলি ( হারানো দিনের গান) অ ঞৎরনঁঃব ঃড় করংযড়ৎব কঁসধৎ (২০১২)০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩)০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪)০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫)১০. অধরা (আধুনিক গান) (২০১৬)১১. গানের তরী ( তিন কবির গান) (২০১৬)১২. বালুকা বেলায় অ ঞৎরনঁঃব ঃড় ঐবসধহঃড় গঁশযবৎলবব (২০১৬)১৩. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬)১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯) ১৬. নীল সমুদ্র (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২০) ১৭. মহাকাব্যের কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) ভারত (২০১৬), বাংলাদেশ (২০২০) ১৮. মহাকবি (বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি) (২০২০) ১৯. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ২০. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ২১. রাজনীতির কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) (২০২১) ২২. স্মৃতির শহরে (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২২) ২৩. তোমায় গান শোনাব(রবীন্দ্রসঙ্গীত)(২০২২)

এছাড়াও শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৮ (আট) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন:
০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয়, ভারত (২০১৭)
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
০৬. রাজশাহী বেতার শিল্পী সং¯’া সম্মাননা (২০১৮)
০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)
০৮. আকাশ মিডিয়া ভুবন সম্মাননা (২০২২)

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়–ক সবার মনে ও মননে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031