১লা জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
হাসিদা মুন
প্রেমিক আসে – ঈশ্বর আসে না
সে আগুন ছড়াতে আসে কিংবা আগুন নেভাতে
পরিসমাপ্তির আসলে গন্ডী নেই -অবারিত ইতিহাস
তাকে বরণ করতেই দাঁড়িয়ে থাকি
উন্মুখ আঙুলে সে ছুঁয়ে দ্যায়
ভালোলাগার অলিগলি তস্যগলি
কোনো বিত্ত বৈভবে চিত্ত নিবিড় হয় না
তৃপ্তিই প্রতাপশালী বিলাসিতা …
ক্ষণকাল বয়ে যায় – তাঁকে জগৎ ডাকে
তড়িৎ চলে যেতে হয়
আমিই দরজা খুলে প্রেম আনি
একই পথে আমিই আনি বিরহ
ঈশ্বর পায়ে ভর করে বেরিয়ে যায়- প্রেমের চেহারায়
লিফটের দরজার সামনে
চলমান জীবনের জন্য অপেক্ষা করে …
আর আমি আমার মৃত্যুকে হাতে নিয়ে
আধখোলা দরজার সামনে অনন্তকাল
হৃদয় ভাঙা’ চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি
দরজা খুলে রাখি –
ঈশ্বর আসে না – প্রেমিক আসবে জানি ….
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com