উইন্ডোজ সেভেনে মারাত্মক সমস্যা : মাইক্রোসফট

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৬

উইন্ডোজ সেভেনে মারাত্মক সমস্যা : মাইক্রোসফট

এসবিএন ডেস্ক: সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অন্যতম প্রধান অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন।

সম্প্রতি এ অপারেটিং সিস্টেমটির কিছু মারাত্মক ত্রুটির কথা জানাল মাইক্রোসফট। মূলত পুরনো সব অপারেটিং সিস্টেম বাদ দিয়ে উইন্ডোজ ১০ ব্যবহারে উৎসাহিত করছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।

বিশ্বের ৫৫ শতাংশ পার্সোনাল কম্পিউটারে বর্তমানে উইন্ডোজ সেভেন ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে। তবে এ অপারেটিং সিস্টেমটিকে বর্তমানে বিপজ্জনক বলেই মনে করছেন মাইক্রোসফটের বিশেষজ্ঞরা।

এছাড়া ব্যবহারকারীদের বিড়ম্বনা হতে পারে বলেও মনে করছেন তারা। এ কারণে মাইক্রোসফট বর্তমানে উইন্ডোজ ১০ ইনস্টল করার জন্য ব্যবহারকারীদের প্রণোদনা দিচ্ছে।

সম্প্রতি উইন্ডোজ উইকলিতে মাইক্রোসফটের মার্কেটিং বিভাগের প্রধান ক্রিস ক্যাপোসেলা জানান, অপারেটিং সিস্টেমটি এখন বিপজ্জনক হয়ে উঠেছে।

আর এ কারণে ব্যবহারকারীদের এটি নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে। তিনি বলেন, ‘যেসব ব্যবহারকারী এটি পছন্দ করবেন, তা তাদের নিজ দায়িত্বে করতে হবে।’

ক্যাপোসেলা এ অপারেটিং সিস্টেমটিকে ১০ বছরের পুরনো এবং অনিরাপদ হিসেবে উল্লেখ করেন। এখনও এ অপারেটিং সিস্টেমটির ব্যবহার তাদের জন্য উদ্বেগজনক বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ক্যাপোসেলা বলেন, ‘১০ বছরের পুরনো এ অপারেটিং সিস্টেমটি মানুষ যখন চালায় তখন আমরা চিন্তিত থাকি যে, পরবর্তীতে কেনা প্রিন্টারটি এতে ভালোভাবে নাও চলতে পারে কিংবা জনপ্রিয় একটি নতুন গেম যেমন ফলআউট ৪ পুরনো মেশিনে নাও চলতে পারে।’

এসব সমস্যা দূর করার জন্য মাইক্রোসফট সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। এতে পুরনো সব সমস্যা কাটিয়ে ওঠা সহজ হবে বলে মনে করছে মাইক্রোসফট।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31