১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৮
কামরুজ্জামান হিমু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরল বৈঠকের এক সপ্তাহ পর উত্তর কোরীয় নেতা কিম জং উন এখন চীনে। মঙ্গল ও বুধবার দুই দিনের সফরে এখন তিনি চীনে অবস্থান করছেন বলে চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভি জানিয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর বিমানবন্দরটির আশপাশের রাস্তায় সাধারণ জনগণকে ঢুকতে দেয়া হয়নি। কিমের বিমান অবতরণের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্চ মাস থেকে এটা চীনে কিমের তৃতীয় সফর। চীনেই তিনি উ. কোরীয় নেতা হিসেবে প্রথম বিদেশ সফর করেন।
জাপানের বাণিজ্যবিষয়ক দৈনিক নিক্কেই জানিয়েছে, কিম তার দেশের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি পেতে চাইছেন। বিনিময়ে তিনি পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে তিনি চীনকে তার পাশে পেতে চাইছেন বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।
এক সপ্তাহ আগে সিঙ্গাপুরে ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের পর চীন উত্তর কোরিয়ার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ কিছুটা শিথিল করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিবেচনার আহ্বান জানায়।
চীন ট্রাম্প-কিমের বৈঠকের সরাসরি সমঝোতা না করলেও নেপথ্যের কারিগর হিসেবে কাজ করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com