২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের দাফন উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান,পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক,সহ সভাপতি আশিক মোশাররফ, সহ সভাপতি মো. হেলু মিয়া, জেলা বিএনপির সহ – সভাপতি ফয়সল আহমদ,সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়াম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহুর রহমান,জেলা বিএনপির সহ- সাধারণ সাম্পাদক আব্দুর রহিম রিপন,জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবী, শিক্ষানুরাগীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ, সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে ঢাকার মস্তিষ্কে রক্তক্ষরণ ও পরবর্তীতে হার্ট এ্যাটাক জনিত কারণে বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার অকালমৃত্যুতে প্রিয় রাজনৈতিক দলের নেতা কর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com