উভচর উড়োজাহাজের পরীক্ষা চালিয়ে সফল হয়েছে চীন। যে প্লেন জল ও স্থল উভয় স্থানেই ওঠানামা করতে পারে সেগুলোকে উভচর উড়োজাহাজ বা অ্যামফিবিয়াস প্লেন বলা হয়। আর দীর্ঘ ৮ বছরের চেষ্টার পরে চীনের রাষ্ট্রীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি) প্রথমবারের মতো উভচর উড়োজাহাজের সফল পরীক্ষা চালিয়েছে।
২৪ ডিসেম্বর রোববার সকালে চীনের গুয়াংডং প্রদেশে উভচর ওই উড়োজাহাজটি জিনওয়ান বিমানবন্দর থেকে উড়ে দক্ষিণ চীন সাগরের উপকূল পরিভ্রমণ করে।
‘কুনলং’ নাম দেওয়া এই এজি৬০০ মডেলের ‘উভচর’ উড়োজাহাজটি মাটিতে, আকাশে ও পানিতে চলাচলে সক্ষম। নতুন এই প্লেনে চারটি টারবোপপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্লেনের দৈর্ঘ্য ৩৯.৬ মিটার আর এর পাখার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com