১৬ই জানুয়ারি ২০২১ ইং | ২রা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬
এসবিএন নিউজ: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি এইডেড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলেন দেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এইডেড হাই স্কুলের ক্রীড়া কমিটির আহবায়ক দীপাল কুমার সিংহ, সহকারী প্রধান শিক্ষক সমীর কান্ত পুরকায়স্থ, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান, রসময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী প্রভা চক্রবর্তী, এইডেড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইফাত খান ও গীতা পাঠ করেন মনি দে। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১৪৫ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766