২০শে জানুয়ারি ২০২১ ইং | ৬ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
সৈয়দ ইকবাল
তাসমিমা হোসেন, তিনি দেশের নারীদের পছন্দের মানুষ। শুধু লিজেন্ডারি সাংবাদিক মানিক মিঁয়ার পুত্রবধু বা আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তা কিন্তু নয়! তিনি দেখতে যেমন অপরূপ তেমনি মেধা বুদ্ধি মানুষের প্রতি মমত্ববোধ বিশেষ করে দেশের নারীদের সামনের দেয়াল ভেঙ্গে এক নতুন দিশা দেখাতে আজীবন অক্লান্ত যুদ্ধ করে আজ হয়েছেন এক নিজস্ব ব্যক্তিত্ব,তাসমিমা হোসেন। ৩০ বছরেরে উপরে নারী অগ্রগতির পত্রিকা পাক্ষিক ‘অন্যন্যা’ প্রকাশ ও সম্পাদনা করছেন।গত ক’বছর যোগ্য সম্পাদক হয়েছেন ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের। প্রতি বছর তার অন্যন্যা দেশের নানা ক্ষেত্রের সফল নারীদের থেকে অন্যন্যা নারী শীর্ষদশ হিসেবে সন্মানিত করে দেশকে মঙ্গলবার্তা দেন।নারীশক্তির বার্তা দেন। শীর্ষদশে দেশের উচ্চশিক্ষিত আইনজীবী,শিক্ষিকা,রাজনীতিবিদ,লেখিকা,অভিনেত্রী,শিল্পী নারী যেমন থাকেন তেমনি দেশে ছোট্ট সব জেলায় হাজারো বাঁধা ভেঙ্গে ১৪ বছরের কিশোরী ঘোড়ার জকি কিংবা তৃতীয়লিঙ্গের এমন ব্যক্তিত্ব যিনি মানবতার জন্যে হাজারো ভালো কাজ করেও ধিক্কার পাচ্ছেন শুধু তৃতীয়লিঙ্গের জন্যে। নারী যাই হোক তারাও মানুষ তাই দাঁড়াতে হবেই মাথা উচিঁয়ে। সেই ক্ষেত্র তৈরীতেই নিবেদিত তাসমিমা হোসেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766