২০শে জানুয়ারি ২০২১ ইং | ৬ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
সৌমিত্র দেব
ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ প্রিয় একজন মানুষ । পেশায় ব্যাংকার হলেও আর দশজন ব্যাংকারের মতো হিসাবি নন। বরং শিশু সাহিত্য নিয়ে কাজ করতে গিয়ে অনেকটা শিশুর মতোই সরল । ছড়া নিয়ে নিয়মিত একটি পত্রিকা করেছেন । ঢাল্ পত্র নামের এই পত্রিকার বঙ্গবন্ধু সংখ্যা উদবোধন করতে তার আমন্ত্রণে সিলেট গিয়েছিলাম সপরিবারে । সম্প্রতি তিনি ছড়াটিভি উদবোধন করেছেন । সেখানেও আমাকে করেছেন অন্যতম উদবোধক । প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে পেয়েছি তাঁর অকুন্ঠ সহযোগিতা । আজ এই নিরব সমাজসেবীর জন্মদিন । তাঁকে শুভকামনা জানাই ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766