তিমির বনিক:
‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ‘পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা ক্যাপল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সিঙ্গেল সংগ্রাম পরিষদের ব্যানারে এমনই স্লোগান দিচ্ছিল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভালবাসা দিবস উপলক্ষে এক বিক্ষোভ মিছিল ও সিঙ্গেল সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সিঙ্গেল সংগ্রাম পরিষদের ছাত্ররা।
এ সময় বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা তরুণদের ভালোবাসার পক্ষে ও বিপক্ষের এসব কর্মকাণ্ড বেশ উপভোগ করেন।
আয়োজকরা বলেন, আমরা ভালবাসার বিপক্ষে না। ভালবাসা সবার পেতে হবে। কেউ পাবে তো, কেউ পাবে না, তা হবে না তা হবে না।
আজকাল অনেকেই ভালবাসাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে। ভালবাসার পবিত্রতাকে নষ্ট করছে। ভালোবাসা দিবস মানেই সবাই মনে করেন কেবল প্রেমিক প্রেমিকার জন্যই। মানুষের এ গতানুগতিক ধারণা পাল্টে দিতেই আমাদের প্রয়াস। আমরা চাই সবাই সবাইকে ভালোবাসুক। ভালোবাসা শুধু এককেন্দ্রিক ও পবিত্রতার সহিত ভালোবাসা উপভোগ করুক সকলে।
সংবাদটি শেয়ার করুন