ফারহানা হোসেন
একটা মানুষ বুকের ভেতর
বড়ই ভাঙ্গচুর করে বেড়ায়;
একটা মানুষ বুকের ভেতর
অনাহূত দুঃখ গুলো তাড়ায় I
একটা মানুষ বুকের ভেতর
ভীষণ বদলে যেতে থাকে!
একটা মানুষ বুকের ভেতর
বসে থাকে দুঃখ নদীর বাঁকে I
একটা মানুষ বুকের ভেতর
সারাক্ষণ করে দূরন্তপনা;
একটা মানুষ বুকের ভেতর
রাত্রি শেষের কুহুকি অহনা I
একটা মানুষ বুকের ভেতর
বিশ্বাস ও ভরসা জাগায়;
একটা মানুষ বুকের ভেতর
শুভ্র আলোর পিদিম জ্বালায় I
একটা মানুষ বুকের ভেতর
কী যেন বলে ইনিয়ে বিনিয়ে;
একটা মানুষ বুকের ভেতর
শুধু ব্যথা জাগায় চিনচিনিয়ে I
একটা মানুষ বুকের ভেতর
লেপটে থাকে সব পাঁজর;
একটা মানুষ বুকের ভেতর
আপন থেকে হয়ে যায় পর !
সংবাদটি শেয়ার করুন