ঢাকা ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


“একটা মানুষ”

redtimes.com,bd
প্রকাশিত মার্চ ২, ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ
“একটা মানুষ”

 

 

ফারহানা হোসেন

একটা মানুষ বুকের ভেতর
বড়ই ভাঙ্গচুর করে বেড়ায়;
একটা মানুষ বুকের ভেতর
অনাহূত দুঃখ গুলো তাড়ায় I

 

একটা মানুষ বুকের ভেতর
ভীষণ বদলে যেতে থাকে!
একটা মানুষ বুকের ভেতর
বসে থাকে দুঃখ নদীর বাঁকে I

 

 

একটা মানুষ বুকের ভেতর
সারাক্ষণ করে দূরন্তপনা;
একটা মানুষ বুকের ভেতর
রাত্রি শেষের কুহুকি অহনা I

 

 

একটা মানুষ বুকের ভেতর
বিশ্বাস ও ভরসা জাগায়;
একটা মানুষ বুকের ভেতর
শুভ্র আলোর পিদিম জ্বালায় I

 

একটা মানুষ বুকের ভেতর
কী যেন বলে ইনিয়ে বিনিয়ে;
একটা মানুষ বুকের ভেতর
শুধু ব্যথা জাগায় চিনচিনিয়ে I

একটা মানুষ বুকের ভেতর
লেপটে থাকে সব পাঁজর;
একটা মানুষ বুকের ভেতর
আপন থেকে হয়ে যায় পর !

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930