১১ই এপ্রিল ২০২১ ইং | ২৮শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫
এসবিএন ডেস্ক:
সাধনা না থাকলে সাফল্য ঝুলিতে আসে না। কিন্তু কতখানি সাধনা করলে সাফল্য লাভ হতে পারে? তার উৎকৃষ্ট প্রমাণ ওয়াল্ড লাইফ ফটোগ্রাফার আল্যান ম্যাকফেডেনের কাছ থেকেই মিলবে।
তিনি একটি ছবি তোলার জন্য ৬ বছর অপেক্ষা করেছেন। ৭ লক্ষ ২০ হাজার বার ক্লিক করেছেন। কিন্তু একটা মনের মতো ছবি ক্যামেরাবন্দি করতে পারেননি। এখন সবচেয়ে বড় প্রশ্ন ছবিটি কী ছিল?
মাছের অপেক্ষায় মাছরাঙা। মাছরাঙার অপেক্ষায় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আল্যান ম্যাকফেডেন।
তিনি ৬ বছর ধরে চেষ্টা করে তুলেছেন ধূর্ত মাছরাঙার মাছ পাকড়াওয়ের ছবি। শেষ পর্যন্ত ছবি তুলে সফল হয়েছেন আল্যান ম্যাকফেডেন।
ছবিতে মাছরাঙার মাছধরার ভঙ্গিমাই বলে দেয়, হ্যাঁ লক্ষ্য ঠিক থাকলে অনেক দূরের জিনিসও একদিন লক্ষীভূত হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766