একদিন তৈরী হবে

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮

একদিন তৈরী হবে

 

সৌমিত্র দেব

বাতাসে তোমার চুল উড়ছে সাবরিনা
আর গ্যালভেস্টন সমুদ্র সৈকতে
তোমার পায়ের কাছে লুটিয়ে পড়ছে
অবাধ্য ঢেউ।

পাথরের পিঠে বসে তুমি তাকিয়ে আছো
নীলের ওপাড়ে নীল
বহুদূর সাগরের দিকে।

সমুদ্র কাকেরা ঝাঁক বেধে উড়ে যাচ্ছে
প্রতিটি নাবিক জানে
কোথায় ফেলতে হবে নিবিড় নোঙর
এবং তোমারও অজানা নয়,
ঘরে ফিরলেই ঝলমল করে উঠবে
প্লাইউডের খেলনা বাড়িটা।

টেক্সাসের রোদে এখন আর
কাউবয় আউট ল’রা নেই
মুক্তিদাতা স্যাম হিউস্টনের বদলে
জাতীয় বীর হয়েছেন জন অষ্টিন।

তুমি চাবি ঘোরালেই গাড়ি স্টার্ট নেবে
আর খেলনা প্রসাদ ভেঙে
তৈরি হবে যৌথ খামার।

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930