এসবিএন ডেস্ক:
জনবল নিয়োগ দেবে একমি গ্রুপের প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ফিল্ড এক্সিকিউটিভ (সেলস ম্যানেজমেন্ট ডিভিশন) পদে নিয়োগ দেয়া হবে একটি
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিফার্ম বা এমফার্ম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে শুধু পুরুষ প্রার্থীদের আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। নির্বাচিতদের বাংলাদেশের যে কোন জেলায় নিয়োগ দেয়া হতে পারে।
ফিল্ড এক্সিকিউটিভ পদে কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘হেড অব এইচআর, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, কোর্ট ডি লা একমি, ১/৪ কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২০৭’ ঠিকানায়। এ ছাড়া আবেদন করা যাবে https://[email protected] ইমেইল ঠিকানার মাধ্যমে। প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত।
সংবাদটি শেয়ার করুন