এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার কালাই উপজেলার দেওগ্রাম থেকে একশত পিচ নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ বদিউজ্জামান মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২জুন) দুপুর বারটার দিকে মোঃ বদিউজ্জামান মন্ডল(৩৮)কে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বদিউজ্জামান মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।
কালাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াসিম আল বারী জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানা পুলিশের এসআই মোঃ জাহিদুল ইসলাম, এএসআই সালেক আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময়ে কালাই থানাধীন পুনট ইউনিয়নের অন্তর্গত বফলগাড়ী গ্রামস্থ তিন রাস্তার মোড়ে জনৈক রাকিব হাসানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০০ (একশত)পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন