এসবিএন ডেস্ক: একুশের বইমেলায় শিশু কর্নারের পাশের একটি স্টল পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্লাটফর্ম নামে প্রকাশনীর ৪৯২ নম্বর স্টলে এই আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
স্টলের বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় বলেন, “স্টলের পেছন দিকে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় আমরা পেট্রোলের গন্ধ পেয়েছি।”
এরপর স্টলকর্মীরা আগুন নেভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে স্টলের তেমন ক্ষয়-ক্ষতি হয়নি।
তিনি আরো বলেন, “সিসি ক্যামেরার ছবি দেখে পুলিশ দু’জনকে চিহিৃত করতে পেরেছে। তাদের একজনের মুখে দাড়ি ছিল।” মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, “সিসি ক্যামেরার ছবিতে ধরা পড়েছে, দু’জন তরুণ আগুন দেওয়ার চেষ্টা করেছে। “পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তারা বলেছেন, এদেরকে অবশ্যই খুঁজে বের করতে পারবেন।”
এ ব্যাপারে শাহবাগ থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) আরেফিন সুত্রকে বলেন, এ ধরণের কোন ঘটনা ঘটেনি। তার পরও খোঁজ নিয়ে জানাতে হবে।
সংবাদটি শেয়ার করুন