এক‌নেক সভায় ৭৫৯ কো‌টি ১২ লাখ টাকার পাঁচটি প্রক‌ল্প অনুমোদন দেওয়া হয়েছে

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৫

এক‌নেক সভায় ৭৫৯ কো‌টি ১২ লাখ টাকার পাঁচটি প্রক‌ল্প অনুমোদন দেওয়া হয়েছে

এসবিএন ডেস্ক:
এক‌নেক সভায় ৭৫৯ কো‌টি ১২ লাখ টাকার পাঁচটি প্রক‌ল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর ম‌ধ্যে জিও‌বি ৭২৬ কো‌টি ৭২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কো‌টি ৪০ লাখ টাকা।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন তথ্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘আজকের একনেক বৈঠকে ৫ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭৫৯ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭২৬ কোটি ৭২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ৪০ লাখ টাকা।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো : ভূমি প্রশাসন ব্যবস্থাপনার উন্নয়নে ১৩৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ‘ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ’, ১২৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ কারাগারের কয়েদির ধারণক্ষমতা বৃদ্ধি ও বসবাসের পরিবেশ উন্নত করার জন্য ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ প্রকল্প হাতে নেয়া হয়েছে।

২৩১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ‘অংশীদারিত্বমুলুক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি)- ৩য় পর্যায়’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে গ্রাম, ইউনিয়ন ও উপজেলার মধ্যে ভার্টিক্যাল লিংকেজ এবং গ্রহণকারী ও সেবাপ্রদানকারীদের মধ্যে হরিজেন্টাল লিংকেজ স্থাপন করা হবে, স্থানীয় সম্পদ ব্যবহার ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আর্থ-সামাজিক অবকাঠামো ও জীবনমানের উন্নয়ন হবে। প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ৬৪ জেলার ২০০ উপজেলার ৬০০ ইউনিয়নে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031