নাজমীন মরতুজা
আর কত বর্জনে বর্জনে
এককত্বে সর্বনাশ ডেকে আনবে
না এর পর না
করতে করতে আর কত নিজেকে
শূন্যতার শীর্ণতায় ভরে রাখবে ?
তোমার নি:শব্দ গানে
ভিজে যাচ্ছে ঘাস ভিজে যাচ্ছে মন ফুল
গ্রহণে গ্রহণে ভরে নাও করপুট
তারপর উঠে আসো আকাশের দিকে ।
চোখের ক্লান্ত ক্ষরণের ভেতর
ঝলকে উঠুক উজ্জ্বলতার বিচ্ছুরণ
হৃদেয়ের ব্যকুলতা বিছিয়ে যাও
জন থেকে জনে ।
শতাব্দীর ভীষণতম বৃষ্টি এলে
হাতের মুঠোয় নদীগুলো গড়িয়ে যাবে
তারপর বুকে সারিবাঁধা নিশ্চলতায় সজীব হয়ে
নাচবে ছন্দের বর্ণময় ঢেউ ।
যদি বুকের ভেতরে কাঁপুনি এসে লাগে
সে হবে সুন্দরের সঙ্গে নিবিড়তম একাত্মতা
যদি ভালোলাগায় তরল প্রবাহের সন্চার হয়
বুক ফেটে বেরুতে চায় কান্না ।
দোহাই তোমার এমন মুহুর্তকে
নিছক অলীক ভাবতে যেওনা ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com