১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
জোহরা রুবী
কুয়াশা অবগুণ্ঠনে আকাশটা সেধেছিল বিষাদ সংগীত
কেউ তা দেখেনি বোঝেনি একরত্তিও
আলুথালু বেগানা স্বপ্নের দ্বার উন্মোচিত হলে সহসা স্থবির হয়ে পড়ি
শীতল প্রলেপে উদার কথন আর
গোপন কান্নার নিঃসরণ
কুয়াশা কোমলে মিশে উদার জমিনে শিশিরের সাথে সেঁটে থাকে সেজে থাকে
অসাধ্য অনুধাবন, শোনে না কেউ গহিন গান
নতজানু আকাশটা মনের আরশিতে দেখে তার স্বরূপ
আচমকা সাহস হারিয়ে পালকের মতো ওড়ে অজানার আধিপত্যে
শিরদাঁড়া হতে হবে সোজা, টানটান
চমৎকার ছলা কলা খোঁজে আঁতিপাঁতি
ততক্ষণে তোলপাড় হৃদয় নিঃশব্দে
তছনছ হতে থাকে
ঝরা পাতার পারাবারে বুক উঁচিয়ে
অর্থহীন সময়ের ব্যঞ্জনা খোঁজে ব্যকুল ধ্যানে
একরাশ শূন্যতার উপহাস উপহার পেয়ে স্মৃতির তোরঙ্গে তুলে রাখে
আগামি উচ্ছ্বাস সাথে প্রিয়জন বিদায়ের লগ্ন
দূরের হাওয়ায় কাঁপে স্বপ্ন অচেনা আলিঙ্গন
অবনত নারকেল পাতার ভঙ্গিতে সেজদায় ডুবে থাকে
এক পৌষালি বিকেল
জোরালো নেকাবে আরও গম্ভীর কুয়াশা কনকনে হাওয়ায় চলতি বেহাগের সুরে নৈঃশব্দ আরাধনা নিয়ে পথের ক্লান্তি
ছড়িয়ে দেয় দিগন্তে ধুপছায়া মঞ্চে
জমাট বাঁধা পৌষালি বিকেলটা গেঁথে
থাকে দৃষ্টি সীমানায় আড়াল অক্ষরে।
জোহরা রুবী
০৭০১২০২২
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com