এসবিএন ডেস্ক:
পয়ত্রিশ বছর বয়সী সেনেগালের এক শরণার্থী স্পেনে বড়দিনের এক লটারিতে ৪ লাখ ইউরো জিতে নিয়েছে। অথচ ২০০৭ সালে নিজ স্ত্রীকে নিয়ে ৬৫ জনের অবৈধ অভিবাসী প্রত্যাশী একটি কাঠের নৌকায় করে স্পেনের এক উপকূলে যখন পৌঁছান তখন তিনি ছিলেন প্রায় নিঃস্ব। আজ লটারি পেয়ে রাতারাতি কপাল খুলে গেছে ইমাজেন দে এনগানিয়ে নামে শনাক্ত হওয়া ওই শরণার্থীর।
খবর দ্য ইন্ডিপেনডেন্টের 'এল গরদো' নামে স্পেনিশ ওই জনপ্রিয় লটারির ড্র অনুষ্ঠিত হয় গত ২২ ডিসেম্বর মঙ্গলবার। লটারির মোট প্রাইজমানি ৬৩০ মিলিয়ন ইউরো। এর একটি অংশ লাভ করেছেন সেনেগালের ওই শরণার্থী। লটারি লাভকে স্পেনিশ উদ্ধারকর্মীদের প্রতি উৎসর্গ করেছেন এনগানিয়ে। এই উদ্ধারকর্মীরাই তার ও তার স্ত্রীকে সমুদ্র উপকূল থেকে উদ্ধার করে সেবা শুশ্রুষা দিয়েছিল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com