৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৮
সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রগতি এই অঞ্চলে উদাহরণ সৃষ্টি করেছে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি প্রশাসন, ব্যবসায় অংশগ্রহণ, খেলা-ধুলা সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। বিএনপি-জামাত আমলের ফতোয়াবাজি, নারী নীতির বিরুদ্ধে অবস্থান, হেফাজতের অশালীন ও অবাস্তব বক্তব্যকে প্রতিরোধ করেই নারীদের এগিয়ে যাওয়ার পথকে উন্মুক্ত করতে হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান কেবল দেশেই নয়, আজকে সারাবিশ্বে স্বীকৃত। নারীর এই অগ্রযাত্রাকে অব্যহত রাখতে এবং নারী স্বার্থ রক্ষা করতে বর্তমান সরকারকে অবশ্যই পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। এদেশের ভোটারের প্রায় অর্ধাংশ নারী এবং নির্বাচনে নারীর ভোট খুবই গুরুত্বপূর্ণ। অতীতে দেখা গেছে বিএনপি বিশেষ করে জামাত এই নারীদের বিভ্রান্ত করার জন্য ধর্মের নামে বাড়ি বাড়ি গিয়ে মিথ্যা ভিডিও প্রদর্শন, মিথ্যা প্রচার করে থাকে। এবারও তার বিপরীত কিছু হবে না, একারণে আমাদের মেয়েদের সবাইকে একইভাবে বাড়ি বাড়ি গিয়ে এদের মিথ্যাচার সম্পর্কে, এবং সরকারের উন্নয়ন কার্যক্রম মেয়েদের কাছে তুলে ধরতে হবে। এজন্য এখনই প্রস্তুত হোন এবং সময়কে কাজে লাগান। আজ বিকেলে রমনা থানা মহিলা আওয়ামী লীগের সবজীবাগান ইউনিটের এককর্মী সভায় কমরেড মেনন একথা বলেন। আজ ১ আগস্ট রাজধানীর মিন্টু রোডস্থ মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমনা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ পারভীন শিমু। এছাড়া আরও বক্তব্য রাখেন রমনা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহের নিগার তন্ময় প্রমুখ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766