২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
“তথ্য প্রযুক্তির নতুন যুগে বাংলাদেশের মেয়েদেরকে আরও অধিক পরিমাণে যোগ্য ও উপযুক্ত হয়ে উঠতে হবে। বাংলাদেশে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয়েছে মূলতঃ শিক্ষা ক্ষেত্রে। তবে এখনও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারী অধঃস্তন অবস্থানে রয়েছে এবং নিগৃহীত হচ্ছেন। এই অবস্থা থেকে বের করে আনতে হলে সমাজের প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ জরুরি।”
আজ সকালে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য জননেতা কমরেড রাশেদ খান মেনন একথা বলেন। তিনি বলেন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গত ১০ বছরে উৎকর্ষতার শীর্ষে উন্নীত হয়েছে। বিশেষ করে প্রধান শিক্ষিকা নাজমুন নাহার শাহিন তিনি এ বিষয়ে রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন। এ জন্য তিনি তাকে অভিনন্দন জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে মেয়েরা বাংলাদেশের উপরে সুন্দর ডিস্পেলে প্রদর্শন করেন এবং গালইন স্কাউট, গালর্স গাইড ক্যাডেটরা সুন্দর কুচকাওয়াজ প্রদর্শন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম এবং ১০নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মারুফ আহমেদ মনসুর। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার শাহিন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766