এখন থেকে ফেসবুক চালাতে হবে আসল নামে

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৫

এখন থেকে ফেসবুক চালাতে হবে আসল নামে

এসবিএন ডেস্ক:
ফেসবুকে নিজের নামের পরিবর্তে ছদ্মনাম যেমন: অচিন পাখি, সাদা কবুতর, হাত ভাঙ্গা হাতুড়ে এরকম হাজারো নামের ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করেন ব্যবহারকারীরা। তবে এ নিয়ম বদলে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী এসব ভুয়া ও ছদ্মনামে চালানো যাবেনা ফেসবুক। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে তার আসল নাম ব্যবহার করতে হবে। এজন্য ব্যবহারকারীর কাছে সরকারি পরিচয়পত্র অথবা যেকোনো সনাক্তকারী পরিচয়পত্র দেখাতে হবে।

ফেসবুক নিউজরুমের এক ঘোষণায় নাম ফেসবুক জানিয়েছে, ফেসবুক একাউন্টে ব্যবহারকারীকে তার আসল নাম ব্যবহার করতে হবে। অর্থাৎ বাস্তবে কোনো ব্যক্তিকে পরিচিতরা যে নামে চেনে তাকে সেই নামটিই ফেসবুকে ব্যবহার করতে হবে।

তথ্যের সঠিকতা, যোগাযোগের অনিশ্চয়তা, হয়রানি দূর করতেই আসল নাম ব্যবহার করতে বলা হচ্ছে। ‘আপনি আসলে কার সঙ্গে যোগাযোগ করছেন সে ব্যাপারে আপনাকে আশ্বস্ত ও আত্মবিশ্বাসী করতেই এ নীতি গ্রহণ করা হয়েছে’ বলে জানায় ফেসবুক।

তবে আসল নাম প্রকাশ করলে সামাজিকভাবে নেতিবাচক আচরণের শিকার হতে পারেন এমন বিশেষ ক্ষেত্রে বিশেষ অপশন রেখেছে ফেসবুক।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31