ঢাকা ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


এজাজ সানোয়ার এর ভালোবাসার কবিতা

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ
এজাজ সানোয়ার এর ভালোবাসার কবিতা

 

 

তুমি আমার হৃদয়

 

তুমি আমায় হৃদয়ে আসমানের তারা
ভাবতে পারো? আমি নিঃস্ব তুমি ছাড়া।
তুমি জোছনা, আঁধারে ঝকঝকে আলো
হৃদয়ের দ্বীপে — প্রদীপ তুমিইতো জ্বালো।

তোমার পোড়া মনের গন্ধে সুবাস ছড়ায়
আবেগ আপ্লুত করে,আমাকে বুকে জড়ায়।
জড়িয়ে ধরতে চাই তোমাকে বারবার
তুমি লাজুক লতা যদি দাও অধিকার।

আমি বকুল বেলী ফুলের মালা গাঁথি
ভালোবাসার চূম্বণে স্বপ্নে বিভোর রাতি।
সাজসজ্জা করি স্বীয় ভালোবাসার ঘর
তোমার অপেক্ষার প্রহরে কাঁদে অন্তর।

দিবানিশি লিখি তোমার প্রেমের সংলাপ
ভালোবাসায় ভ্রমের দিক করি অনুতাপ।
নিশিতে মুখবইয়ে বার্তায় লিখি কবিতা
সাড়া শব্দ না পেয়ে মুখবইয়ে দেখি ছবিটা।

তোমার প্রেমে পড়ে প্রগাঢ় অভিলাষে ব্রত
সরল প্রেমে অবুঝ মনে আমি হয়েছি ক্ষত।
তোমার ধমক শাসন উত্তর প্রতি উত্তর
হৃদয়ে বাজে দামামা বুকে করে ধরপর।

পুরো না জেনে, না শুনে দৃষ্টান্ত দাও বেশ
কেন আমায় করো বাববার শাসনে শেষ।
বিশ্বাস রাখো আস্থা রাখো আমি অবিচল
তোমার শাসন শক্ত কথা নয়নে অশ্রুজল।

তোমার প্রেমের কি সূত্র কি ব্যাকরণ
তোমার জন্য দোষী সাবস্ত অকারণ।
মম হৃদয়ের গহীনে তুমিই অনিমেষ
তুমি আমার হৃদয়, তুমিই প্রথম তুমিই শেষ।

নিরুপায়

 

তুমি চাইলেই ছুঁতে পারোনা চাঁদ
অনুভবে বুঝি তুমি নিরুপায়।
জোছনার উজ্জ্বল আলোয়
মাখতে পারোনা তোমার গায়।

ইস্পাতের মতো জীবন প্রবাহ
বাধ্যগত জীবন তোমার দায়।
বসন্তের স্বপ্নে ভরা চোখ মুখ
ইস্পাতের নূপুরে দুহাত পা”য়।

সতত আতঙ্কে নির্বাক হৃদয়ে
চারদেয়ালে কাজকর্মে ফুরায়।
দিবস শেষে জীবনের তপ্ত বিষে
নিশিতে অবসাদে দেহ জুড়ায়।

বলতে চেয়েও বলতে পারোনা
কোন ভয়ে তুমি এতো নিরুপায়।
বিশ্বাস আস্থা প্রেম ভালোবাসা
তোমার কাছে এতো অসহায়।

এ কেমন জীবন তোমার স্বজনী
বাধা বিপত্তি প্রতিবন্ধকতায় বাধ্য।
কোন কষ্টের জীবনে পারাপারে
প্রাণহীন হয়ে তোমার নেই সাধ্য।

কোনদিকে ছুটে চলেছো তুমি
সেই পথ গন্তব্যে কি অভিপ্রায়।
তুমি ফিরে এসো আলোর ভূবনে
তুমি কোনপথে যে পথ নিরুপায়।

আমার ফুল

 

ফুল। ওই আমার পরাণের ফুল
তুমি হিয়ার মাঝে ছয়ঋতুর বুলবুল।
মনের কৃষ্ণচূড়ার বারোমাইসা রক্তজবা ফুল।
তোমার জন্য মন ভুবনে চলে হুলস্থুল।

তুমি আমার গোলাপ জবা গন্ধরাজ ফুল
হৃদে ফুল ফুঁটেছে তোমার সুবাসে ব্যাকুল।
গভীর ঘ্রাণে মনে প্রানে হৃদয়টা আকুল
হাসানা হেনা জুঁই চামেলীর গন্ধে মশগুল।

ফুল তোমার সৌন্দর্য স্নিগ্ধতা তুলতুল
হেমন্তের হৃদয়ে জুড়ে হলদে শস্যফুল।
ফুল তোমার কাঁটার আঘাত মিষ্টি বকুল
স্বর্গীয় অনুভব অনুভূতিতে প্রেমের মুকুল

 

অলংকরণ:  নাজিয়া আন্দালিব প্রিমা

 

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930