গতকাল বৃহষ্পতিবার রাজধানী ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করা হয়। সম্মেলন প্রধান শাহসুফী দয়াল খাজা বাবা হযরত সৈয়দ জাকির শাহ কুতুববাগী নকশবনদি মোজাদেদদি বক্তব্য রাখেন।তিনি সাংবাদিক সম্মেলন আসা সাংবাদিকদের বলেন, দীরঘ দিন ধরে ফার্মগেট এলাকায় দরবার শরীফের পাশে বার্ষিক ওরস শরীফ হতো। এবারই প্রথম বারের মতো ঢাকার বাইরে হবে। ওরস এ সকলকে দাওয়াত দিলেন যাতে দেশ ও সারা মুসলিম জাতির কল্যানে দোয়া অংশগ্রহণ করার জন্য ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com