৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮
শুল্কহার পরিবর্তনের ফলে এবারের বাজেটে ও কিছু পণ্যের দামে পরিবর্তন আসছে ।
জাতীয় নির্বাচনের বছরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উচ্চ ও উচ্চ মধ্যবিত্তকে সুবিধা দিতে গাড়ির দাম কমাতে চাইছেন; অন্য দিয়ে নিম্নবিত্তের জন্য পাউরুটির মতো কিছু খাদ্য সামগ্রীর দামও কমানোর প্রস্তাব রেখেছেন।
খাদ্যপণ্যের মধ্যে এনার্জি ড্রিংকের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সব ধরনের প্রসাধন সামগ্রীর দামও বাড়াতে চাইছেন তিনি। অনলাইন কেনাকাটায় ভ্যাট আরোপের প্রস্তাব করায় ভোক্তার খরচও বাড়তে পারে।
ভোটের বছরে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন মুহিত। এই অঙ্ক বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটের ২৫ এবং মূল বাজেটের ১৬ শতাংশ বেশি।
বাজেটে তিনি শুল্ক, ভ্যাট ও মূসক বাড়ানো-কমানোর প্রস্তাব করায় ওই পণ্যগুলোর দাম আগামী অর্থবছরে বাড়তে কিংবা কমতে পারে।
দাম কমছে
>> ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ি আমদানির সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব
>> স্কুলবাস আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব
>> দুই কেবিন পিকআপের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব
>> গুঁড়োদুধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ১০ শতাংশ কমানোর প্রস্তাব
>> ১০০ টাকা পর্যন্ত পাউরুটি, বনরুটি, হাতে তৈরি বিস্কুট এবং ১৫০ টাকা পর্যন্ত কেকে ভ্যাট অব্যাহতির প্রস্তাব
>> প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উপর (১৫০ টাকা খোদাই করে লিখিত থাকার শর্তে) ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব
>> স্থানীয়ভাবে তৈরি মোটর সাইকেল উৎপাদনকারীদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব
>> দেশে তৈরি হয় না, এমন ধরনের কিছু সফটওয়্যার আমদানিতে শুল্ক ৫ শতাংশ কমানোর প্রস্তাব
>> দেশীয়ভাবে মোবাইল উৎপাদনের জন্য যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব
>> টায়ার টিউব উপাদন শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক ৫ শতাংশ কমানোর প্রস্তাব
>> বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে কার্বন রডের শুল্ক কমানোর প্রস্তাব
>> ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব
>> ক্যান্সার প্রতিরোধক ওষুধ প্রস্তুতের উপকরণের উপর রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব
>> মুদ্রণশিল্পের কাঁচামালে ১০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব
>> বল পয়েন্টের কালি আমদানির ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব
দাম বাড়ছে:
>> এনার্জি ড্রিংকের উপর সম্পূরক শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব
>> সব ধরনের প্রসাধন সামগ্রীর উপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব
>> মধু, কোকোনাট, কাজু বাদাম, কাটবাদাম, আখরোটের উপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব
>> কফি, গ্রিন টিয়ের উপর শূন্য থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্কের প্রস্তাব
>> ফিনিশড চকলেট, সুপার কনফেকশনারির সম্পূরক শুল্ক ২০ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব
>> আতর ও আগরবাতি ছাড়া সব ধরনের সুগন্ধিতে সম্পূরক শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব
>> সিরামিক, বাথটাব ও জ্যাকোজি, শাওয়ার ট্রের উপর সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব
>> সিগারেট ও বিড়ির কাগজের উপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব; হাতে তৈরি বিড়ির খুচরা মূল্যহার বাড়ানোর প্রস্তাব
>> পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সব ধরনের পলিথিন ও প্লাস্টিক ব্যাগের উপর ৫ শতাংশ সম্পূরক শুল্কের প্রস্তাব
>> মোবাইল ফোন আমদানিতে দুই শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব
>> ইউপিএস, আইপিএস, মোবাইল ও অন্যান্য ব্যাটারি চার্জারের শুল্ক বাড়ানোর প্রস্তাব
>> হেলিকপ্টার সেবায় ২০ শতাংশ শুল্ক হারের প্রস্তাব
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766