ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


এবার চালু হলো আদানি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

redtimes.com,bd
প্রকাশিত জুন ২৭, ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ণ
এবার চালু হলো আদানি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সিনিয়র স্টাফ রিপোর্টার:

ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের নির্মিত বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকেও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সঞ্চালন লাইন প্রস্তুত হলে পুরো সক্ষমতায় (১ হাজার ৪৯৬ মেগাওয়াট) বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।

সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া লিমিটেডকে চিঠি দিয়ে দ্বিতীয় ইউনিট চালুর কথা জানিয়েছে আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড। এতে বলা হয়, চুক্তি অনুসারে পরীক্ষার মাধ্যমে ঝাড়খন্ডেের গড্ডা বিদ্যুৎকেন্দ্র রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।

ঝাড়খ- রাজ্যের গড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে। গত মার্চে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরুর পর গত ৬ এপ্রিল থেকে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

এর আগে এ মাসের গোড়ার দিকে দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি। এর ফলে কেন্দ্রটি থেকে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। নিয়ম অনুযায়ী টানা ১৪ দিন ধরে কেন্দ্রটির নির্ভরযোগ্যতা পরীক্ষা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এরপর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করতে পিডিবির প্রতিনিধিদলের উপস্থিতিতে ৭২ ঘণ্টা পুরোপুরি চালু রেখে নির্ভরযোগ্যতা দেখা হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, আদানির কেন্দ্র থেকে পুরো সক্ষমতার বিদ্যুৎ আনতে এখনো পুরোপুরি প্রস্তুত নয় পিজিসিবি। সঞ্চালন লাইন তৈরি হলেও এখনো উপকেন্দ্রের কাজ শেষ করতে কিছু সময় লাগবে। তবে শিগগির পুরো সক্ষমতার বিদ্যুৎ আমদানি করতে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে তারা। সঞ্চালনটি পুরোপুরি প্রস্তুত করতে একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে আবার চালু করতে হবে। ঈদের ছুটির সময় বিদ্যুতের চাহিদা কমে গেলে কোনো একটা সময় সঞ্চালন প্রস্তুত করা হবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে।

ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২০১৭ সালের নভেম্বরে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি সই করে পিডিবি। কেন্দ্রটি উৎপাদনে আসার আগেই বিদ্যুতের দাম বেশি পড়বে এমন অভিযোগ উঠলে আদানির প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বিদ্যুৎ বিভাগ ও পিডিবির কর্মকর্তারা। আদানি প্রতিশ্রুতি দেয়, বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পায়রা ও রামপালের চেয়ে তাদের বিদ্যুতের দাম কম পড়বে।

উল্লেখ্য, আদানি গ্রুপের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী ২৫ বছর ১ হাজার ৪৯৬ মেগাওয়াট করে বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031