৯ই মার্চ ২০২১ ইং | ২৪শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
এবার ধর্ষণের শিকার প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু । স্থান হবিগঞ্জের বানিয়াচং উপজেলা । ধর্ষণের ফলে প্রথম শ্রেণি পড়ুয়া সেই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক আরশাদ আলী বলেন, শিশুটির প্রচণ্ড রক্তকরণ হওয়ায় ক্ষতস্থানে অপারেশনের মাধ্যমে সেলাই করতে হবে। তাই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাতে বানিয়াচং উপজেলার কাকুরা গ্রামের আরজত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২০) ধর্ষণ করে বলে অভিযোগ।
শিশুটির মা সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ৮টার দিকে তার মেয়ে ঘর থেকে উঠোনে নামলে জাহাঙ্গীর তাকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে তিনি জানান। তারপর চিকিৎসক তাকে সিলেটে পাঠান।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে অভিযোগ নেয়।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক বলেন, ঘটনার পরপরই জাহাঙ্গীরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে বলে পুলিশ আশা করছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766