১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়েও পরীক্ষার হলে প্রবেশ করেননি।
রোববার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে অতীতের রীতি ভেঙে নিজের দেওয়া কথা রক্ষা করলেন তিনি।
এর আগে মন্ত্রী কথা দিয়েছিলেন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবেন না। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এ কারণে তিনি এ সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে মন্ত্রী বলেন, মিডিয়ার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পরীক্ষার হলে প্রবেশ করলে সমস্যা হয়। পরীক্ষার্থীরা পরীক্ষার কারণে এমনিতে চাপে থাকে, তার উপর এতগুলো মানুষ এক সঙ্গে একটি পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়ে।
সকাল সোয়া ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরিদর্শনে যান তিনি। এ সময় পরীক্ষার হলের বাইরে বারান্দা ধরে হাঁটেন মন্ত্রী। জানালার ফাঁক দিয়ে আবার দরজার সামনে দাঁড়িয়ে তিনি পরীক্ষার্থীদের দেখেন। বাইরে দাঁড়িয়ে কথা বলেন কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।
গত ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন তিনি পরীক্ষার হলে প্রবেশ করবেন না।
এর আগে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার হলে প্রবেশ না করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শদনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন। মাদরাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছায়েফ উল্লাহসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com