বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
এক শোক বাণীতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্ত্প্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।মন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের বীর সেনানী মরহুম মহিউদ্দিন চৌধুরী একজন দেশপ্রেমিক, সমাজ সেবক ও নিবেদিত রাজনীতিক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, কর্মঠ ব্যক্তিকে হারালো। চট্টগ্রামের উন্নয়নে ও মানুষের কল্যাণে তিনি যে অবদান রেখে গেছেন তা সোনার হরফে লেখা থাকবে।
সংবাদটি শেয়ার করুন