জোহরা রুবী
কলমী পাতার ছায়াতলে, যাচ্ছে হেঁটে লজ্জাবতী
চোখ পড়েছে তারও- বেগুনি ফুলে- রূপ মাধুরি
জন্ম দিল- তেমন রঙের ইচ্ছে ফুল
মেঘের গায়ে খুনসুটিতে নাচায় দুল
কাজল কালো মেঘের আভায় ফিকে হলো রং
চুপসে গেল আঁধার ভেলায় নিখোঁজ নিত্য ঢং
রঙের খেলায় মন মেতেছে গান ধরেছে কে
ঝুলবারান্দায় দুলছে টগর সুখের বাণে সে
ভাবছি কাকে, কেউ জানেনা -নিজের গুনে মরি
মিষ্টি প্রেমের হাওয়ায় ওড়ে ফুল তোলা ওই নারী
জড়িয়ে গায়ে গুনগুনিয়ে
বর্ষা সুরে সুর মিলিয়ে
প্লাবন দেখি ঝুম বৃষ্টির,
পথহারা ওই ডিমের খোসা পথ ভুলে সে- হেলেদুলে চলল কোথায় কে -তা জানে!
কাকগুলো আজ উধাও হলো গাছের ডালে, নরম পাতায়
মাঝে মাঝে ভেজা গায়ে কাঁপন নিয়ে উড়তে থাকে
কোথায় যেন সুরের সরোদ
তাল মিলিয়ে আমার সাথে
নূপুর পরে কাছে ডাকে
লাজুক রাঙা মুখের দিকে নজর দিবে,
কেউ কি আছে!
এমন কেন শ্রাবণ দুপুর!
চুপটি করে মনের ঘরে
মিষ্টি প্রেমের গানের সুরে
দোল দিয়ে যায় মাতাল হাওয়ায়!
৩০৬২৪
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com