সৈয়দ মুহিবুর রহমান মিছলু:
সিলেট মহানগর পুলিশ এসএমপি’র নবাগত কমিশনার মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার) পিপিএম কে (২৭ ফেব্রুয়ারি) ফুলেল শুভেচ্ছা জানান সিলেট বিভাগীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু (সিলেট), সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম (সিলেট), দপ্তর সম্পাদক আবুল কালাম (সিলেট), সহ-আইন বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ (সিলেট), সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান (সিলেট), সমআজকল্য বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান নাহিদ (সিলেট), ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল আহমদ দুর্জয়, ফয়ছল আহমদ প্রমুখ।
গতকাল রোববার সকালে বিমানযোগে সিলেটে এসে পৌঁছেন মো. ইলিয়াস শরীফ। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার)- পিপিএম এবং ঐদিন (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিশনার মো. নিশারুল আরিফ।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক আদেশে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফকে বদলি করা হয়।
সংবাদটি শেয়ার করুন