এসবিএন: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নওয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাসকে নির্যাতন ও হেনস্থা করার প্রতিবাদে এসএমসির সভাপতি সর্বানন্দ তালুকদার এর গ্রেফতার দাবী ও এর তীব্র নিন্দা প্রকাশ করেন।
এ উপলক্ষে রোববার বিকাল ৫টায় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ও সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, সহ-সভাপতি স্বপন তালুকদার, যুগ্ম-সম্পাদক বুরহান উদ্দিন, সিনিয়র সদস্য নাসির মাহমুদ, প্রচার সম্পাদক মালেক আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মিডিয়া সম্পাদক মাহবুবুর রহমান, দিপালী রাণী দাসের দেবর জনিক তালুকদার সহ শিক্ষক নেতৃবৃন্দ বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুনের সাথে সাক্ষাত করেন এবং তিনি এ ব্যাপারে বিধি মোতাবেক সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্দন, প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে।
উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় সকলকে উপস্থিত হওয়ার জন্য সমিতির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন