এসবিএন নিউজ, ইসমাঈল হুসাইন: সিলেট বিভাগের ১১৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ১ম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টায় সারাদেশের ন্যায় সিলেটেও এই পরীক্ষা শুরু হয়ে দুপুরে শেষ হয়। প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা ছিল। প্রথম দিনের পরীক্ষায় সিলেটে মোট ৭৪ হাজার ৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
সিলেট বিভাগের ৪ জেলাতে মোট ২৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে সিলেট জেলাতে ৯৫ জন, হবিগঞ্জ জেলাতে ৫৫ জন, মৌলভীবাজার জেলাতে ৬৫ জন এবং সুনামগঞ্জ জেলাতে অনুপস্থিত ছিল ৩৭ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান জানান, এবারের এসএসসি পরীক্ষায় মোট ৮৪ হাজার ৪৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৩২ হাজার ১৯০ জন ছাত্র ও ৪০ হাজার ১৭০ জন ছাত্রী রয়েছে।
এছাড়াও অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১২ হাজার ২০২ জন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com